ললাট আমার শেষ যেখানে
সুখ কি তাহার শুরু !!
আশার রশি ছিঁড়বে নাকো
দাও না বলে গুরু।


চরম লগনে শ্বাস আটকে যায়
নিঃশ্বাস বুঝি শেষ,
সম্বল বলতে আছে গো আর
দেহাবশেষ;
ধুরু ধুরু বুকে তবুও আগাই
শঙ্কিত আশা রেশ।


জীবন নদীর এপার আমি
ওই পাড়ে সুখালো,
পাবো কোথায় বৈঠা না'
আমায় সে পথ বলো।


মনে যখন বিষাদ আসে
সবই লাগে মিছে,
এহেন পাঁয়তারা আমি দূর করব কিসে?


আশা যখন ভেঙ্গে গিয়ে
নিরাশায় ভরে বুক,
কোন তালে বাধা যায় গো
অশ্রু সজল চোখ?
দাওনা বলে সুখের সূত্র
প্রয়োগ করব যখন,
দুঃখ গুলো পালিয়ে গিয়ে
সুখ আসবে তখন।