কুঞ্জবনে পাপিয়া নীরব সুর নেই কোন-তানে
আহত করিয়াছে এ কোন ব্যথা,
হিয়া বেঁধ করিয়াছে বিষ-মাখা বাণে!


শিমুল-শাখায় কোকিলাও চুপ
মনোহর এ বসন্ত কাননে;
কাহার বিরহে মৌনা-
লাগিল আগুন হৃদয়-শ্মশানে,
মিঠালো-সুর নয় অঞ্চিত কূজনে বিরহ বহে!!


        সুদর্শিনী,গিরি নির্ঝরণী
            ঝরে না ঝর ঝর
      ভাঙ্গে না মূর্ছনা
             অভিমানী হয়ে।


হিজল-তলে উদাসী শ্যাম
পাশে রয়েছে পরে নিঠুর-বাঁশি
সমীরণ দখিনা ,যায় দিয়ে দোলা
কাহার বিরহে অধরে পরেছে ভাজ
শ্যাম-এলোকেশী!
        ভাবের লগনেও চপল-শ্যামকে
মুগ্ধ করে না বন শ্রী!!


কিশলয়-বসনে সাজিয়াছে বন
উতলা-পবনে শাখা নীরব
মোর সাথে পিয়েছে তারা দেবদাস-শরাব।