ওহে শ্যাম,কালি মাখা মেঘে আধার ঘনিয়েছে
                       চাহিয়া দেখো ঈশান কোণে
এই অবেলায় যাবে গো ছেঁড়ে ভয় জমেছে মনে!!  


যাইয়ো না পিয় লও ঘরে ফিরে
কালি ধানের চিঁড়ায় দই,কলা মাখায়
খাওয়াইবো রাত্রি কালে।


তোমার লাগিয়া মোর দীঘল কেশ
বিছাইয়া দিব পৈতানে
বালিশ করিয়া লইয়ো শুইয়া
জড়াইয়া আঁচলে।
নিশি জাগিয়া করিব বাতাস তাল-শিতলে;
তবুও যাইয়ো নাকো একেলা করে
এহেন আন্ধার বিহানে।


শুনো,
মেঘ-আধার কাটিয়া যখন জোছনা ছড়াবে
পাপিয়ার সুরে শিউলির ঘ্রাণ মালা পড়াবে।
ফুলে ফুলে বসিবে ভ্রমর মধু-গুঞ্জনে
মুখরিত সব প্রেম মিতালি নিশি বিতানে।


এমন মধু ক্ষণে থাকবে না তুমি পাশে
আমি একেলা ললনা আশ্রয় যাচি কাহাতে!!


লও ঘরে ফিরে,ঘোড়ার লাগাম খুলে ফেল
        দাও সযত্নে রাখিব তুলে বংশী
নিশি মালতির শুভ্র ঘ্রাণে
          জুঁই,শেফালি,বেলি সাবানে
মাখাবো গায় নেবো স্নান
             ঘাট বাঁধানো পুকুরে।
সাদা চাদরে পালঙ্ক পাতিব
       কামিনী ফুলের সুগন্ধি ছিটাবো
নয়নে নয়নে অঞ্জন আঁকিব
         দ্যুতি বসনে অংগ জড়াবো
বকুলের মালায় খোঁপা বাঁধিব
             যেন রাজহংসী,
         রমণীমোহন তুমি প্রিয় দর্শী;


ভালবাসায় পরাণ মজাইয়া নিশি গগন পূর্ণ করিয়া
ভোর হলে যাইয়ো চলি ,থেকে যাও এই যামিনী।