এই জগতে হারানো অতি সহজ,
রাতের আড়ালে কত কুহক হাড়িয়ে যায়।
হারায় তাহার অতিছায়াময় স্নিগ্ধ আখি,
এ যেন নিভে যাওয়া আলো জ্বলে উঠার,
কত শত তাড়না।
মায়ার সাগরে কত কুহক উড়ে বেড়ায়,
যদিও তাহার ডানা ক্ষতই  রয়ে যায়,
স্মৃতির পাখা হঠাৎ থেমে রয়,
আবার যেন উড়ার প্রবল ইচ্ছা বুকে নিয়ে
গমনের অভিপ্রায় জেগে উঠে এই আত্মে।
সবুজ মাঠে কুয়াশায় শিশিরের ছড়াছড়ি,
রোদের তাপে শুস্কতার নেমন্তনে মরে যাওয়া শিশির,
আবার তাহার রূপের ঘ্রাণে উদয় হওয়ার অবয়।
নিখোঁজ হওয়া মেঘেদের,
ব্যস্ত কোলাহলের নিবিড়েও যেন ছুটার
অতি শত মোহ,
যদিও নিখোঁজ ওই মেঘ  মধ্যাহ্ন  ফুরিয়ে,
অপরাহ্নের বেলার অপেক্ষায় অধীর আগ্রহে
মেতে রয়।
অশ্রুসিক্ত এই চোখের কোণে জমে
কত শত নীরের মেলা,জানিনা কি করিয়া
মেঘ পারিল নিখোঁজ হতে ছাড়িয়া এই মমতা।
নিখোঁজ মেঘকে খোজার যে ছিল কত সহস্র
অভিপ্রায়, ক্লান্তঘেরা তনু নিয়ে সে যে কাতরায়।
দূর দিগন্তের অচেনা এক আলোর মায়া,
কাটছেই না যেন তাহার এই তীব্রতা,
রংধনুর রঙ যেন রংধনুতেই মানায়,
মনুষ্যকুলে কি সেই রঙ শোভা পায়।
এই জগতে হারানো অতি সহজ,
রাতের আড়ালে কত কুহক যে হাড়িয়ে যায়।