সৌহার্দ্যপূর্ণ এই ধরায় কিছু
অমানুষ আছে যারা এর ছড়িয়ে যাওয়ার পর্যায়কে করে বাধাপ্রাপ্ত।
তাদের এই অমানুষিকতা কবে যে হবে নির্লিপ্ত।
মায়াহীন মানুষের রুপ যেন মায়াপূর্ণ মানুষের ন্যায়ই।
অর্থহীনতার ভীরে তাদের চেনা বড় কষ্টই।
দেখ বাছা,পৃথিবীর এই অসীম মায়ায় তুমি সামান্য
কী বা পারিবে করিতে,
শুধু মেঘমালা গুলোকে করিবে একটু অশান্ত।
এই সৌহার্দ্যতা নয় সাধারণ,যার আছে সেই জ্ঞাত যে
এর শক্তির ধারা কত মহান।
উপলব্দি করিতে চাও যদি এর অমৃত স্বাধ,
হীনমন্যতার আবরণকে কর আঘাত।
শুধু একবার মুখকে গুড়িয়ে কর এর সমুন্নত,
দেখবে তুমি পাবে এর প্রকৃত বুলির কন্ঠ।
মানবজনম হবে দেখিবে নৃশংসতা মুক্ত।
মায়া বিহীন পারিবে না তুমি করিতে জয় এই ধরাকে।
তাই বলি বাছা ভরিয়ে নাও অন্তরে তোমার এই অসম্ভব বস্তুকে।
সৌহার্দ্যতায় রয়েছে তোমার আত্ম মনের অস্তিত্ব।