ধরো যদি হঠাৎ একদিন
আমি হারিয়ে গেলাম,
কত কিই তো হারায় ৷
কি করবে সেদিন ?
মনের আনাচে কানাচে
আমাকে নিভৃতে খুঁজবে ?
নাকি কেঁদে কেটে সারা বাড়ি
মাথায় তুলবে  ?
নাকি সব ছেড়ে পথে নামবে
তুমি আমাকে খুঁজতে ?
আমার খুব জানতে ইচ্ছে করে,
ঠিক ভালোবাসার কথা
যেমন বারবার শুনতে চাই
তোমার মুখে, তেমন করে ৷
ইচ্ছে হয় - একদিন ইচ্ছে করেই
আমি তোমার অন্তরালে লুকোব,
দুর থেকে দেখব তোমার পরিনতি ৷
কি করে কাঁদো তুমি ?
তোমার মুখটা কেমন দেখায় ?
চুল বাঁধো কি না বাঁধো ?
খুব শখ জাগে আমার ৷
এই শহরটা আমার সম্পত্তি
বলে মনে হয় তোমার,
একদিনের জন্যেও
তুমি ছাড়তে চাওনা ৷
কষ্ট পাও তুমি, খুব কষ্ট ৷
ভালোবাসা তোমার মাথা কিনে
নিয়েছে, তোমারি আস্কারায় ৷
আর তুমিও আরো বেশি
ভালোবাসতে চাও,
নিত্য নতুন করে, মন ভরেনা ৷
আমি পুর্নতায় ছয়লাব,
আমার শিরায় শিরায় তোমার
ভালোবাসা টইটুম্বুর ৷
তাইতো একদিন হারাবো আমি,
তোমার থেকে দুরে, অদূরে ৷
তোমার ভালোবাসার যত্নে
মাথায় ভূত চেপেছে আমার,
সুখে আছি বলেই হবে হয়ত ৷
তবুও একদিন, অন্তত একটা রাত
আমি বিচ্ছিন্ন হবো তোমার থেকে ৷
দেখি কেমন করে কাটাও সেই
দিন কিংবা রাত, আমি নেই ৷