ইদানিং ব্যালকনিটা একটু স্যাঁতসেঁতে লাগে ৷
এপাশে ওপাশে সুপুরি গাছের সারি
সুর্যটাকে জোর করে আড়াল করে রাখে ৷
সকালের সবটুকু রোদ
এখানে পৌঁছায় না বলেই হবে হয়ত ৷
তবুও সেই ব্যালকনিতে দাড়িয়ে
সামনের সরু রাস্তায় তাকিয়ে থাকি ৷
যদি একবার তোমার যাওয়া দেখতে পাই ৷
চোখ লেগে আসে, শুধু তুমি আসোনা ৷
আগে প্রায়ই এই রাস্তা ধরে কোথায় যেন যেতে ?
ডানে বামে তাকাতে গিয়ে
দু'একবার চোখ পড়েছে মাত্র-
তাতেই আমার সহস্র অধঃপতন ৷
পতিত এই মনের উর্বর মাটিতে ঘাস জেগেছে ৷
তরতর করে স্বপ্নগুলো বেড়ে গেছে গলা পর্যন্ত ৷
বাধা দেইনি কোনো কিছুই,
মনের আকাংখাগুলো মন মতো বাড়তে দিয়েছি ৷
আজও বিকেলটা কেটে গেল তোমার প্রতিক্ষায়,
অথচ একবারও তুমি এলেনা ৷
এভাবে দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর
কিংবা যুগও চলে যাবে ৷
হয়ত তুমি আর আসবে না এই রাস্তায় ৷
হয়ত উচু নিচু এ পথ ছেড়ে তুমি
সান বাঁধানো নতুন কোনো পথে চলো ৷
অথচ সেই ব্যালকনি, সেই সুপুরির সারি,
সামনের সেই সরু রাস্তা আর আমি ?
এখনো এক সমুদ্র আশায় দাড়িয়ে থাকি ৷
যদি কোনোদিন ভুল করে এসে যাও এই পথে...
-------------------------------------