তুমি কী ভেবেছো আমায় ?
ছন্নছাড়া আমি তোমার
দেখা না পেয়ে কেঁদে ফিরব ?
নাকি রাতের আধারে
হাতের ডগায় জোনাক জ্বালিয়ে
সিদ্ধিতে চুমুক দেব ?
কী ভাবো আমায় ?
গুটি কয়েক আহ্লাদী মানুষের
মত আমি পারিনা ৷
একটু আঘাতেই চুর্ন হওয়া
আমার স্বভাবে নেই ৷
আমি ঝড় দেখে যেমন
ভয় পাইনা,
তেমনি ঝড় হতেও দ্বিধা করিনা আমি ৷
তুমি ভাবতেই পারো -
তোমার মত করে ৷
আমি প্রেয়সীর বাহুতে
উদ্বেলিত হতে জন্মাইনি ৷
আমি ছন্দ চিনি,
আবার অন্তরালে ঘাপটি মেরে থাকা
বিষটুকুও চিনি ৷
তুমি কেমন ভাবো আমায় ?
আমি সহজের গহীনে
অতি অ-সহজ মানুষ আমি ৷
আমার চোখ কোনো
উর্বশীর দেহ খোঁজে না ৷
আমি ফেলে যাওয়া সিগারেটের
অবশিষ্ঠে অবহেলা দেখি ৷
আমার আড়ালে বিদ্রোহ
দাউ দাউ করে জ্বলে ৷
আমি প্রেম বুঝিনা,
ভালোবেসে পরবাসী হইনা ৷
আমি আমার মত চলি,
আমাকে ভাবতে এসো না ৷
এখানে এক সহস্র সমুদ্র
নাকে মুখে ফেনা তুলে
ছুটে যায় তড়িৎ বেগে ৷
আমি বন্দরে রাত জাগি,
নোঙর আমার বক্ষে বেঁধে ৷
আমি তাকিয়ে তাঁরা গুনি ৷
আমি কেবল ভাবি,
শুধুই ভেবে যাই ৷
রাত কেটে ভোর আসে,
আমি ফিরে আসি চেনা গহ্বরে,
একা দীর্ঘশ্বাস নিয়ে ৷
সেই চেনা পথ, চেনা মুখ ৷
আমি আর ভাবিনা,
ভাবতে পারিনা ৷
আমি মহাকাল ভাঙতে পারি,
ঐ আকাশ ছুতে পারি,
তোমাকে ভুলতেও পারি
যখন তখন ইচ্ছে হলে ৷
কি ভেবেছো তুমি আমায় ?