তুই অনেকের মধ্যে একজন,
তোর কাজল চোখে বিশ্ব দেখি আমি,
হাতের তালুতে তুলে দেই আমার
হৃদয়ের মুল ভূখন্ড, যদিও মালিক আমি ৷
তোর মাশরুম দেহে আমি কবিতা খুঁজি,
নিখুত শরীরে তোর রুপ খেলা করে,
রুপোর থালায় রুপ তুলে রাখি তোর ৷
নেশায় বুদ হয়ে থাকি আমি নেশাতুর ৷
প্রশংসায় আমি সপ্তমুখ হয়ে উঠি,
বিশেষণ ঘাটতি পড়ে যায় আমার ৷
তবু ঘুরে ফিরে একই কথা বলে যাই,
সে কেবল আমার বেলাতেই হোক,
আমিও সেটাই চাই মনে প্রাণে ৷
অন্য মুখে তোকে নিয়ে বিবিধ বিশ্লেষণ
আমার অসহ্য লাগে, রক্ত চড়ে যায় ৷
কেউ তোর উপচে পড়া কড়া সৌন্দর্যে
বিগলিত হলে আমার ভালো লাগেনা,
হতে পারে তোর খুব ভালো লাগে তবুও ৷
তোর সুডৌল দেহে কারো নজর আমি
মানতে পারিনা মন থেকে, কষ্ট পাই ৷
আসলে আমি অনেকটাই ব্যতিক্রম,
আমি গৃহপালিত নই, একটু বাউন্ডুলে ৷
বলতে পারিস খুব হিংসুটে স্বার্থপর আমি ৷
আহলাদে গদগদ হতে পারিনা সব খানে ৷
এই স্বার্থপরতা তোকে ভাবাতে পারে অনেক,
তবুও পারিনা কিংবা পারবনা কোনোদিন ৷
তুই শুধু আমার ভাবনায় মিশে থাকলেই
আমি সুখ পাই, সে সুখ অবর্ণনীয় ৷
তুই একবিন্দু না বুঝলেও ক্ষতি নেই,
আমি তো বেশ বুঝি তুই আমার সম্পত্তি ৷
আর তার হিসেব কষবো কেবল আমি,
যখন ইচ্ছে তখন যেভাবে ইচ্ছে হয়,
খেয়াল খুশিতে আমি শুধু তোকে চাই ৷
কারো চোখ দিয়ে তোকে দেখা বা চেনা
আমার প্রাণে সয়না, তুই শুধুই আমার ৷৷