আকাশের ও নেই
আল-আমিন রানা
*========*


আমার খুব জানতে ইচ্ছে হয় ,
ঐ বিশাল আকাশের কষ্ট কি
মানুষের চেয়ে ও বেশি ?
আমি আঁখি মেলে দেখি ,
ইচ্ছে হলেই তো আকাশ তার
জমে থাকা কষ্টগুলো পারে
বৃষ্টি হয়ে ঝরিয়ে দিতে ।
কিন্তু আমি ,
আমি কেনো পাড়ি না ,
আমার মনের ভিতরে জমে থাকা
কষ্টগুলো কে অশ্রু করে ঝরিয়ে দিতে ।
আমার বুকের ভিতরে ,
হ্যাঁ আমার বুকের ভেতর কষ্টগুলো জমাট বেঁধে
থাকে ।
আর সেই কষ্টগুলো ধারণ করার ক্ষমতা
ওই বিশাল আকাশের ও নেই..