বিষণ্ণতা
আল-আমিন রানা
*========*


বিষণ্ণতা আমাকে কুঁড়ে কুঁড়ে খায় ,
এই বিষণ্ণতা আমার অস্থিরতা বাড়ায় !
বিষণ্ণতা কখনো কখনো আমার রক্তের চাপ কে তীব্র করে তোলে ।
কখনো এই বিষণ্ণতা কে ঘিরে আমার রক্তের চাপ যায় কমে ,
কি অদ্ভুত এক জীবন আমার কাটে বিষণ্ণতায় !
অস্থিরতার ভিড়ে আমি আজ সস্থিকে হারাই ।