বুঝলে না আমাকে
আল-আমিন রানা
*========*


ওহে মোর শ্যামাঙ্গী ,
তুমি উগ্র রোষ হলে যে তোমার ক্রোধ থামাতে -
ব্যাকুল ! তুমি কি জানো ?
সে তোমাকে সত্যিই খুব বেশি ভালবাসে ।
ওহে মোর শ্যামাঙ্গী ,
তুমি অন্যথায় দূর ভাষায় মত্ত থাকলে ,
যার হৃদয়ে কষ্ট অনুভব হয় ! তুমি কি জানো ?
সে তোমাকে সত্যিই খুব বেশি ভালবাসে ।


ওহে মোর শ্যামাঙ্গী ,
তোমার পাশে অন্য কাউকে দেখে -
যার আঁখি হতে জল গড়িয়ে পড়ে !
তুমি কি জানো ?
সে তোমাকে সত্যিই খুব বেশি ভালবাসে ।
ওহে মোর শ্যামাঙ্গী ,
তোমার ব্যথায় যে ব্যথিত হয় ,
যে তোমাকে কার নে অকারণে পীড়া দেয় ,
সে তোমাকে সত্যিই খুব বেশি ভালবাসে ।


ওহে মোর শ্যামাঙ্গী ,
তুমি নাইও র গেলে , যে মানুষ টা ঘণ্টার পর ঘণ্টা
তোমার অপেক্ষার প্রহর গুণে
সে তোমাকে সত্যিই খুব বেশি ভালবাসে ।
ওহে মোর শ্যামাঙ্গী ,
তুমি দুঃখ পাবে ভেবে ,
যে নিজের কষ্ট গুলো চেপে রেখে ,
তোমার সাথে হেসে কথা বলে ,
তুমি কি জানো ?
সে তোমাকে সত্যিই খুব বেশি ভালবাসে ।