ডাক্তার
আল-আমিন রানা
*========*


ডাক্তার মানে বুজি আমরা দ্বিতীয় জীবন দাতা ,
অসুখের কথা শুনেই ডাক্তার অংক কশে -
রোগীকে ধরিয়ে দেয় প্রেসক্রিপ্‌শন এর পাতা ।
অসুস্থতা র তরে রোগী আসে সুস্থতার ওষুধ খুঁজতে ।
ডাক্তার সকলেই ত ডাক্তার নয় ,
কেউ কেউ পেয়েছে আল্লাহ রাসুলের পরে স্থান ।
ডাক্তার সকলেই ত ডাক্তার নয় ,
মানুষ ভেদে পেয়েছে ভিন্ন ভিন্ন মান ।
করো কাছে ফেরেস্তা ডাক্তার , কারো তরে কশাই -
সব ডাক্তার ই যে ভুল করে এমন কিন্তু নয় ,
হাসপাতালে আজও কত ডাক্তার রাত জেগে রয় ।