প্রবাসী জীবন
আল-আমিন রানা
*========*


প্রবাস মানে সুভাষ নয় ,
প্রবাস মানে জন্মভূমি ছেরে-
দূর থেকে দূরে , আরও দূরে থাকা ।
ছোট যখন ছিনু আমি ভাবিনি প্রবাসের কথা !
বড় হয়ে এখন আমার দূর প্রবাসে থাকা ।


বাবা আমায় ঋণ করে পাঠা লো দূর দেশে
মায়ের সাথে বললে কথা-
ভাগা কণ্ঠে বলে ,
বাবা রে সু দের বেটি মাস পেরূতেই ক্রোধ নিয়ে আসে ।
প্রবাস মানে সুভাষ নয় ,
প্রবাস মানে , হাসির আড়ালে লুক্কায়িত আঁখির জল ।
প্রবাস মানে , বাস্তব অভিজ্ঞতার এক জীবন্ত লাশ ।
প্রবাস মানে , শারীরিক/মানুষিক অসুস্থতা র কথা ভুলে গিয়ে
জীবন যুদ্ধে এগিয়ে যেতে হয় ।
প্রবাস মানে সুভাষ নয় ,
প্রবাস মানে প্রিয়জনের বোবা কান্না ;
প্রবাস মানে মনের কথা খুলে বলতে না পাড়া -
অপ্রকাশিত আর্তনাদ ।


প্রবাস মানে সুভাষ নয় ,
প্রবাস মানে দূর হতে দূরে আমি বদ্ধ ,
দূর প্রবাসে আমিরের নিকট আমি বাঙ্গালী জব্দ ।
প্রবাস মানে ,
স্নেহের আত্বিয় স্বজন ভুবন ছাড়লে ও
জন্মভূমি দেশে যাওয়ার নাম নিতে পাড়ি না ।
বাস্তবতার শিকলে আমি আজ রুদ্ধ !
প্রবাস মানে রৌদ্রে পোড়ে ঘাম জরিয়ে ,
বুকের বেতর কষ্ট নিয়ে একাই আমি হাটি ।
প্রবাস মানে দূর দেশে বন্দি আমি
মম কাজের সাথে মোর সন্ধি ।
প্রবাস মানে মনে পরে অতিতের সেই সৃতি !
প্রবাস মানে প্রবাসী আমি -
প্রবাস মানে সুভাষ নয় ,
প্রবাস মানে ,
প্রবাসে থাকার কারণে আজ সূর্য মামা জাগার-
আগেই আমাকে প্রতিনিয়ত জাগতে হয় ।