জীবনের ব্যাখ্যা
আল-আমিন রানা
*========*


আমার উৎকণ্ঠা নিলীন হয়েছে মম কুল!
এ ধরা যা করেছি,  হয়তো সবই ছিলো ভুল।
না নিজ সত্তা সমস্ত করেনি ভুল-
ধ্যন মগ্ন ছিলাম ক্ষানিকটা সময়,
তিথি মুহূর্ত নিস্তব্ধ কাটে আমার সময়।
যিনি প্রভু তিনিই মহান অন্তর জামি-
মহা পরাক্রমশালী আমাকে হেঁয়ালী নিষ্পত্তির শক্তি দিয়েছেন।
নিজেকে উপলব্ধি করতে শিখলাম।
চেষ্টা করে নিজেকে সুদ্রে নিলাম।
ভ্রম ত মানবেই করে,
হয়তো আমিও ভুল করে ছিলাম।
তাই বুজতে পেড়ে নিজেকে সুদ্রে নিলাম।
তথা আমার ভাবনা এই যে -
অভিপ্রায় থাকলে প্রতিটি মানুষই পারে নিজেকে সুদ্রে নিতে।