শুধু তোমাকে চাই ২
আল-আমিন রানা
*========*


ও প্রিয় তুমি অতি সুন্দরী নারী মম পরী ,
তুমি ত মম মনের সিংহাসনের রানী ;
তব নিকটে আসতে আমাকে কত শত -
বাধ অতিক্রম করতে হয়েছে তা কি তুমি জানো ?
ও প্রিয়া তব ভালোবাসার তরে আমার কত ত্যাগ তা কি তুমি জানো ?
তোমার উদ্দেশ্যে এ আমার শ্লোক নহে !
তুমি তাও জানো তোমাকে ভালোবাসতে -
আমাকে কত শত প্রতিজ্ঞা ভঙ্গ করতে হয়েছে ।
আমি বার বার ভুল করে তোমাকে ভালো বেসেছি ,
তুমি জেনে জেনেও কত বার আমাতে -
অহংকারী ঘৃণা দিয়েছো বলতে পারো?
তুমি ধনী অট্টালিকায় থাকো ,
আমি দরিদ্র বলে কুঁড়ে ঘরে থাকি ;
ভুলেই গিয়েছিলাম ,
অট্টালিকার ধনীদের ত দারিদ্রের ভালোবাসার
কখনো অধিকারই নেই এই ধরায় তাই না?
ও প্রিয়া তুমি অতি সুন্দরী নারী মম পরী ,
তাই বলে কি মম প্রেম কে হেলায় অস্বীকার করো ?
ও প্রিয়া তুমি অতি সুন্দরী নারী মম পরী ,
তাই বলে কি মম প্রেম কে ছোট মনে করো ?
ও প্রিয়া মদীয় হৃদয় মাঝে যে আবেগী প্রেম ,
এর মূল্য কি তব নিকট ছিলো না? এখন কি নেই ?
জানি না তুমি কি চাও !
আমি শুধু তোমাকে চাই , তোমাকে ভালোবাসি ।
আমি সত্যিই তোমাকে চাই , আমি তোমাকে ভালোবাসি ।