বিশ্বাসেই প্রেম হয় (সনেট)
আল-আমিন রানা
*========*


ও য়াকে সতত তুমি পড় মোর মনে ,
সতত তব কথা ভাবি আমি বিরলে !
দৈবাদেশে মম আঁখিতে নিরন্তরই ।
যেমতি বলো নিশার স্বপনে আমায় ,
শুনি মায়া-মন্ত্রধ্বনি তব কলকল ;
অপেক্ষা শুধু তব ধ্বনি শোনার জন্য ।
বহু জেলা ঘুরে দেখিয়াছি কত মেয়ে ,
নেই শুধু যে তুমি সেই তাদের মাঝে ।
গগনে মেঘ সরিয়ে সন্ধ্যাতারা জেগে -
উঠবে খানিক পর , ডাকবে তোমাকে ।
আমি করবো অপেক্ষা , খুঁজবো তোমাকে -
শিরীন সুরে দোয়েল ব্যস্ত না হলেও ,
রাত্রে লোকে দারূন ঘুমে ব্যস্ত গোপনে ।
প্রেমের ঘুরি আসবে স্বপ্নে আঁখিদ্বয়ে ।


২০১০ সালে প্রিয় ভালোবাসার  মানুষটিকে ঘিরে  মম এই লেখা ।