মিছে এই ধরণীর রং ঢং
আল-আমিন রানা
*========*


সুন্দর এই ধরণীতে অনেক কিছু সত্য ,
তথা অনেক কিছুই মিথ্যে -
মিথ্যে এই ধরণীর যত রং ঢং  !
আমি কখনো কখনো গগন পানে তাকিয়ে থাকি ;
গগন/আকাশ কত সুন্দর ।


এই তুমি কি গগন দেখেছো ?
আমি জানি তুমি দেখেছো !
এই তুমি কি বাতাস কে অনুভব করেছো ?
জানি তুমি বাতাস কে অনুভব করেছো !
এই তুমি কি মেঘলা দিনের আকাশের দৃশ্য দেখেছো ?
আমি জানি তুমি দেখেছো !
তুমি কি বৃষ্টিতে ভিজেছো ?
তুমি কি আমাকে বুঝেছো ?
না - আমি জানি তুমি আমাকে বুঝ নাই ।