ক্ষমা করে দিও
আল-আমিন রানা
*========*


পৃথিবীর বুকে যত দুঃখ ,
                যত কষ্টই থাকুক না কেনো ।
পৃথিবীর কোন দুঃখ আর কষ্ট আমাকে ,
          কোনদিন কাঁদাতে পারেনি ।
পরন্তু তব দেয়া দুঃখ-কষ্ট আমাকে ,
                      শুধু কাঁদায় নী -
বরং মম জীবন টা দংশ করে দিয়েছে ।
পরন্তু তার পরেও কষ্ট বুকে নিয়ে শুধু হাসি ।
কাউকে বুঝতে দেই নি তব কষ্ট ;
আমাকে কত যন্ত্রনা দিয়েছে ।
যেথায় চিৎকার করার কথা ছিলো ,
সেথায় আমি আনন্দের মত হেসেছি ।


আমি দুঃখ আর কষ্টকে ডেকে রেখেছি মম বুকে ,
হেতু আমি জানি ,
            হয়তো বেশি দিন থাকবো না ;
            এই ধরণীর মাঝে ।
চলে যাবো এ পৃথিবী ছেরে , তব মাজ হতে ।
দূরে ,,,.................বহু দূরে , যেথা হতে -
আর ফিরবো না এ ধরায় ।
চলে যাবো এ পৃথিবী ছেরে ,
              দুঃখ নিয়ে একা ।
সুখে থাকো এ ধরায় তুমি প্রিয়া ।
চলে যাবো যখন আমি এ ভুবন ছেরে -
এ দুনিয়া মায়া কাটিয়ে ।
তখন থাকবেনা আর কোন পিছুটান ,
সেদিন তুমি আমায় যতই অনুভব করো না কেনো !
খুঁজে পাবেনা আমায় এ ধরাতে ।

পরন্তু সেদিন মম বসতি হবে গোর নামক অন্ধকার ঐ ঘর ।
যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি -
ক্ষমা করে দিও আমায় মম এ কবিতা পাঠ করে ।
পরন্তু আমি ত নেই তব মাঝে ;
যদি মনে পরে , থেকো মম স্মৃতি টুকু নিয়ে ।
                   আল্লাহু হাফেজ ।