সুখ
আল-আমিন রানা
*========*


সুখের খোঁজে অস্থির সকলেই -
তথা সুখ নেই কারো মনে ,
অর্থ দিয়ে দুঃখ কিনে মিথ্যে সুখের খোঁজে ।
সকলের তরে ভিন্ন ভিন্ন সুখ !
কারো তরে সুখের নেশায় হয়েছে অসুখ ।
সুখ  সুখ সুখ ;
সকল স্থানের সকলেই খোঁজে সুখ ।
প্রত্যাশায় বাড়ে দুঃখ , ভালোবাসায় আসে সুখ ।
অলসতায় বাড়ে দুঃখ - তথা কর্মে ই আছে সুখ ।
বড় বড় দালান কোঠা যতই বানাও অট্টালিকা ,
সেথায় মিলে না ত সুখ ,
ন্যায় পথে থাকলে অল্পতে ই তুমি তুষ্ট হবে -
সততায় তব মনে বয়ে আনবে সুখ ।
সুখ  সুখ সুখ ;
সকল স্থানের সকলেই খোঁজে সুখ ।
কারো তরে সুখের নেশায় হয়েছে অসুখ ।