আমি আমার মতই
আল-আমিন রানা
*========*


আমি ভিড় আমি শূন্য
আমি অধম তবুও আমি ধন্য ,
আমি মানি না কারো বানানো কোন আইন !
আমি আমার মতই চলি নিত্য ।


আমি অনাথ তবুও আমি দুর্বার
আমার পাশে কেউ নেই ,
তবুও চলি দিয়ে হুংকার ।
করিনা কোন ভয় , আমি দুর্জয়
পাপেতে মগ্ন আমার মন !
নিত্যই বুঝিয়া ক্ষমার তরে , প্রভুর নিকট আমার- অন্তর মন ।


আমি আমার পকেট বর্তি টাকা নিয়ে
নিত্যই আনন্দে থাকি মত্ব ।
দুঃখি মানুষের কষ্টে আমার হ্নদয় হয় নত
দুঃখ আমারও হয়
তবুও সুখের আশায় আমার বাঁচার চেষ্টা ।
আমি ভিড় আমি শূন্য
আমি অধম তবুও আমি ধন্য ,
আমি চাহিয়া দেখি , দুচোখ যা দেখে
কখনো ভালো দেখি , এই দুচোখ কখনো দেখে মন্দ ;
ভালো কর্মের ইচ্ছা আমার
মন্দেই আমার প্রতিবাদ ।
আমি মানিনা কারো বানানো কোন আইন !
আমি আমার মতই চলি নিত্য ।


আমি দুষ্ট , নই ত আমি খারাপ !
আমি আমার মতই চঞ্চল ।
আমি আমার স্বপ্নে আকাশে উড়ি
সকলের আনন্দে মিশে;
সতত আমার চেষ্টা , সকলের তরে থাকব মিশে
সকলের কষ্টে , সুখে আর দুঃখে হেসে ।
আমি ভিড় আমি শূন্য
আমি অগম তবুও আমি ধন্য ,
আমার পাশে কেউ নেই ,
তবুও চলি দিয়ে হুংকার ।
করিনা কোন ভয় , আমি দুর্জয় ।


কাজি নাম নিয়ে আজ আমি পাজি হয়ে আছি ,
সাধুর ন্যায় আমার চলাফেরা ,
অসাধু আমার কর্ম ।
মুখেই আমি সব জানতা , জানিনা কি ধর্ম ?!!
জ্ঞ্যনির বেশে আমার আর্ত প্রকাশ
আমি অঙ্গতায় ভরপুর !
আমি ভিড় আমি শূন্য


সততই আমার সপ্ন আমি মহাকাশ করিব পূর্ণ
আমি চঞ্চল আমি দুর্বার
আমি আমার স্বপ্নে আকাশে উড়ি
সকলের স্বপ্নে ঘিরে ।
সকলের দুঃখে দুঃখি আমি ,
সকলের তরে মিশে ।