আমি তাদের মত নই
আল-আমিন রানা
*========*


আমি আমার মতই ,
আমাকে আমার মতই চলতে দাও ;
এ নিষ্ঠুর ধরায় আমি কি পেয়েছি ?
মম জীবন ত জীবন নয় !
আমি ত প্রকৃত মানব নই ,
আমি ত বিত্তশালী মানুষ নই ।


যারা মানুষ তাদের জীবন কত সুন্দর !
যারা মানুষ তাদের কত শত স্বপ্ন !
মানুষ ত স্বপ্ন নিয়েই বাঁচে ।


আমি ত বেঁচে আছি আমার মতই ,
আমাকে আমার মতই বাঁচতে দাও ।
আমাকে আমার মতই চলতে দাও ।
মম জীবন ত জীবন নয় !
এ নিষ্ঠুর ধরা আমাকে -
ঘৃণা ছাড়া কি দিয়েছে ?
পৃথিবী আমায় দিয়েছে শুধুই তিরস্কার ।
মুখ ফুটে কথা না বললেও ,
আজ আমাকে লিখতে হচ্ছে ।
এক বুক যাতনা নিয়ে ও যে সকলের সম্মুখে হাসে-
হুম এ মানুষ টাই আমি ।
শত কষ্ট আড়াল করে যে সকলেরে হাসাতে চায় -
হুম এ মানুষ টাই আমি ।


কি পেয়েছি এ দুর্লভ বসুন্ধরা হতে ?
আমি ত প্রকৃত মানুষ নই ,
আমাকে আমার মতই বাঁচতে দাও ।
আমাকে আমার মতই চলতে দাও ।
আমাতে অর্থ নেই তাদের মত ,
এ সমাজে মানুষ ত তারা- যাদের অর্থ আছে ;
এ সমাজে মানুষ ত তারা- যারা জুলুম করতে জানে ।
এ সমাজে মানুষ ত তারা- যারা গায়ের জোর আর
ক্ষমতা না থাকা সত্ত্বেও ক্ষমতার বল প্রয়োগ করে অ
এ ধরাতে তারাই মানুষ ,
মম জীবন ত জীবন নয় !
আমি ত প্রকৃত মানব নই ,
আমি ত বিত্তশালী মানুষ নই ।
আমি আমার মতই ।