আমি ২
আল-আমিন রানা
*========*


কেনো জন্মেছি এ ধরায় ?
আছি কোথায় - যাবো কোথায় ?
ভেবে দেখিনা এক বার !


যদি প্রশ্ন করি আপন সত্তাকে -
আজ তুমি কিসে মত্ত রয়েছো ?
ওরে মন প্রশ্ন করি আপন অন্তর কে ,
তুমি কি ভালো আছো ?
তুমি কি বুঝতে পারো -
বিবেকের কি টনক নরেনা -
পরন্তু মিথ্যে ছলনার জালে বন্দি !


আমি ভিড় , আমি উন্মাদ ;
আছে শক্তি - থামেও না গতি ।
কেনো হই বন্দি , কেনো হয় সন্ধি ?
ও হে মন বিবেকের ধারনাও রাখ না তুমি -
একদিন তোমাকে মাটিতে ই মিশে যেতে হবে !
কেনো জন্মেছি এ ধরায় ?
আছি কোথায় - যাবো কোথায় ?
ভেবে দেখিনা এক বার !
মিথ্যা এই মরীচিকা নামক বসুন্ধরা র অনেক কিছু ।