শুধু তোমায় মনে করে
আল-আমিন রানা
*========*


ওগো মোর প্রিয়তমা য়াকে ,
       মনে কি পরে আমায় ?
        আজ বেলা ও অবেলায় ?
        আমি আল-আমিন রানা রাজ -
দীর্ঘ এক পথ অতিক্রম করতে হলো ,
ছোট্ট এই জীবনে ।
জানো ,
সময়ের শেষ প্রান্তে এসেও কেবলই তব স্মৃতি মনে হয় !
তোমার সাথে থাকা হতো ,
যদি ফিরে পেতাম ঐ অতীতের দিন ,
ওগো মোর প্রিয়তমা য়াকে ,
যদি তব স্পর্শ মম জীবনে পেতাম -
ভালবাসার সাত কাহনে পূর্ণ হয়ে
তুমি য়াকের হস্তে হস্ত রেখে সন্ধা রাত্রে
হাতির ঝিলের ব্রিজের উপর দুজনে পায়চারী করতাম ।
ব্রিজের উপর দাঁড়িয়ে দুপাশ থেকে দুজন দুজন কে দেখতাম ।
যদি এমন হতো ,
তুমি আর মিলে ভালবাসার বন্ধনে -
হৃদয়ের আবেগ সামনে রেখে ফুসকার দোকানে বসে ,
ফুসকা খাওয়ার ফাঁকে ফাঁকে
দুজনে দুজনের মনের কথা আধান প্রধান করতে পারতাম !


ওগো মোর প্রিয়তমা য়াকে ,
       মনে কি পরে আমায় ?
        আজ বেলা ও অবেলায় ?
        আমি আল-আমিন রানা রাজ -
তব স্মৃতি আজও মনে পরে ,
তুমি আজ আমি হতে দূরে ,
তাই তব স্মৃতি গুলো তুলে রাখলাম -
হৃদয়  মাঝে খুব যত্ন সহকারে ।
আমি তোমাকে কত খুঁজি ,
ও য়াকে আমি তোমাকে মাঠে , ঘাটে , স্কুলে , কলেজে
এখানে ওখানে নানান যায়গায় খুঁজি তোমায় !
কখনো ভাবি জীবনের কোন এক প্রান্তে এসে
হয়তো তব সঙ্গে মম দেখা হবে ।


আবার ভাবি তুমি হয়তো অন্যের ঘরের ঘরনী হয়ে -
হয়তো সুখেই আছো ।
ওগো মোর প্রিয়তমা য়াকে ,
তব মাঝেই আমি খুঁজি ফুল ,
নাকি এ আমার ব্যর্থতা ভুল ?
কখনো আমার ভাবনা তোমায় ঘিরে ,
বৃদ্ধা বয়সে হলেও আমি
তব বুকে মাথা রেখে স্বপ্ন বিলাসী হবো ।
এই ভেবে এখন আমার একাই পথ চলা ।
ওগো মোর প্রিয়তমা য়াকে ,
জানো তুমি হতে আজ আমি এতটাই দূরে ,
সে কথা মনে হলেই হৃদয় মাঝে
জেনো এক ভাঙ্গনের শব্দ পাই ;
ওগো মোর প্রিয়তমা য়াকে ,
কত সহস্রবার আমি শপথ ভঙ্গ করেছি -
শুধু তোমাকে ভুলতে গিয়ে ।
অথচ তোমাকে ভুলা হয়ে উঠে নি ।
আমি পারিনি ভুলতে তোমায় !
আমার আঁখি হতে কত জল গড়িয়ে ,
শ্রাবণের নীল গগনে গিয়ে জমাট করে বিষঘ্ন কালো মেঘেদের-
তা শুধু বিধাতা ই জানে ।
ভালো থাকো তুমি ,
ভুলতে পারিনা তোমায় ;
শুধু তোমায় মনে করে ।