আমি যদি কখনো ,
হারিয়ে যেতে চাই ,
তোমার হৃদয় থেকে ।
ডানা মেলে উরে যেতে চাই ,
দুচোখ যেদিকে যায় ।
ভেসে যেতে চাই ,
নদীর ঢেউয়ের সাথে ।
চাঁদের রূপ দেখে মুগ্ধ হয়ে ,
স্পর্শ করতে চাই চাঁদ কে ।


কবি জসিম উদ্দিনের-
পল্লী মেয়ের কথা শুনে ,
চলে যেতে চাই তার কাছে ।
আমি যদি কখনো ,
হ্যামিলিয়নের বাঁশি ওয়ালর সুর শুনে ,
হাটা ধরি তার পিছনে ।
কবি নজরূলের বিদ্রোহী কবিতা পড়ে ,
তরবারী হাতে তুলে নিয়ে ,
ছিন্ন বিচ্ছিন করে দিতে চাই আমাকে ।
দূরে সরে যেতে চাই ,
তোমার কাছ থেকে ।
তুমি কখনো দূরে সরে যেতে ,
দিওনা! এই আমাকে ।


কারন আমি ভালবাসি তোমাকে ,
এই ধরনীর মাঝে সবার উর্দ্ধে রেখে ।
তোমার  হৃদয়ের মাঝে ,
আমার কল্পনাকে জাগ্রত করে ,
আমায় স্থান দিও তোমার হ্নদয়ে ।
আমার মাথা রেখ তোমার বুকে ,
তাহলে আমি হব ধন্য।