কেয়া/ য়াকে ৩
আল-আমিন রানা
=========


ও কেয়া তুমি হতে আজ আমি ,
                 রয়েছে বহুদূরে ।
দূরে প্রবাসে থেকেও তুমি ,
            রয়েছো হৃদয় জুরে ।
ও য়াকে তুমি ত পরদেশ গমন করেছো ,
নিজের বসতি ছেড়ে গেছো ;
তুমি বড় শিক্ষার তরে সুদূর চায়নাতে !
বাংলার এই প্রান্তে আমি তব স্মৃতি টুকু -
ভুলে থাকার চেষ্টায় ব্যর্থ  হয়ে ,
তোমার কাটানো স্থান গুলোতে ;
বা রং বার গিয়েছি শুধুই তোমাকে মনে করে ।
অথচ সেথায় তোমার কোন সমতুল পাইনি !
পাবো ই বা কি করে তুমি ত
               রয়েছে বহুদূরে ।
ও কেয়া এ কথা সত্য যে আমি আওয়ারা -
তাই বলে আমার প্রেম কে তুমি মিথ্যা বলো না ;
আমার মন ত তুমি কেয়ার প্রেমে উদাসী ।
ওগো কেয়া আমার প্রেম কে অভিশপ্ত বলে ,
এই আমাকে হেলায় দূরে ঠেলে দিওনা ।
ও কেয়া তুমি আপন স্নেহের গুনে সব -
অপরাধ ক্ষমা করে এই আমি অধম কে
তুমি কেয়ার বুকে ঠাই দিলে আমি হবো ধন্য ।


ও কেয়া তুমি বিশ্বাস রাখো ,
আমার মনের মাঝে লুকানো সমস্ত প্রেম-
আর ভালো বাসা এ ধরায় শুধু তুমি কেয়ার জন্য ।
মস্ত বড় এই বসুন্ধরা তে আমি অনেক কিছুই বুঝি না এত শত ।
ও কেয়া আমার মন ছোঁয়া পাখি ,
আমার হৃদয়ের গোলাপ ;
কেয়া তুমি আমার সর্বস্ব ।


ও কেয়া তব প্রেম যদিও শীতল হয়ে ঝর্ণার জলে নিমজ্জিত !
অথচ আমার জ্বলন্ত প্রেম -
এক জীবন্ত উত্তাপের ন্যায় আজও -
অনন্ত কাল ধরে বেঁচে আছে আমাতে ,
শুধুই তুমি কেয়ার জন্য ।


লেখা: ৬/৯/২০১৩