প্রিয়া হীন জীবন
আল-আমিন রানা
*=========*


জ্বলে পুরে নিঃশেষ হয়ে যাচ্ছি ,
ধ্বংস করে দিচ্ছি নিজেকে ;
শুধু তোমারই কারণে প্রিয়তমা ।
আমি মেনে নিতে পারছিনা ,
আমি সহ্য করতে পারছিনা ,
তোমাকে না পাবার যন্ত্রনা ।
এই বুকের মাঝে র সুখ গুলি -
চাপা পড়ে যাচ্ছে বিরহের মাঝে ।
হৃদয়ে বইছে কালবৈশাখী ঝড় ।
খরস্রোতা নদীর ভাঙ্গানের মত-
ভাঙছে হৃদয়ের স্বপ্ন গুলো ।
মম মনের আশার আলো -
অন্ধকার ধারা দূরীভূত হতে যাচ্ছে ।
মম অন্তরে বন্যা হতে যাচ্ছে চোখের জ্বলে ।


আমি তিলে তিলে ক্ষয় হয়ে যাচ্ছি ।
তুমি আমাকে আর কাঁদিও না প্রিয়তমা ,
তুমি আমাকে আর কষ্ট দিও না ।
তুমি আমাকে আর যন্ত্রণার আগুনে পুড়িও না
আমি সহ্য করতে পারছিনা -
এ বিরহের জ্বালা ।
সত্যিই বলছি আমার প্রিয়তমা ,
আমি জ্বলে পুরে নিঃশেষ হয়ে যাচ্ছি ,
ধ্বংস করে দিচ্ছি নিজেকে ;
শুধু তোমারই কারণে