একুশের স্মৃতি ২
আল-আমিন রানা
*========*


ফেব্রুয়ারি এলেই মনে পড়ে অতীতের সেই স্মৃতি ,
একুশ মানেই ভাই বঁচিত হওয়ার অনুভূতি !
ফেব্রুয়ারির একুশ মানেই বাংলা ভাষার ইতিহাস ।
ফেব্রুয়ারির একুশ মানেই ছিলো
রাজ পথ রঞ্জিত , রাজ পথে পড়ে থাকা
আমার ভাই এর রক্ত মাখা লাশ ।
ফেব্রুয়ারি এলেই মনে পড়ে অতীতের সেই স্মৃতি ,
একুশ এলেই হৃদয়ে বাঝে ৫২ এর সেই কথা ।
একুশের সেই অতীত মানেই ৫২ এর সেই দিন !
বাংলা মায়ের দামাল ছেলেরা তুলেছিলো যে মিছিল ,
একুশ এলেই মনে পড়ে ভীড় বাঙ্গালীর সেই সাহসের কথা ।
বাংলা মায়ের দামাল ছেলেদের মনে একটাই ছিলো আশা ,
প্রতিবাদ ছিলো তাদের মুখে ,
বাংলা হবে আমাদের মায়ের ভাষা ।


লেখাঃ ২১/০২/২০১৮