আয়নার স্মৃতি
আল-আমিন রানা
*========*


ও আয়না যবে আমাতে আসে তব ডাক ,
ভুলে যাই শত ক্লান্তি কে বলি দূরে থাক ;
তোমায় দেখার ইচ্ছায় চিত্ত চাঞ্চল্য !
স্নাত হয় আমার হৃদয়  ।
যেহেতু তব পাশ ঘিরে আমি হাঁটি তর পথে ,
চলি তব হস্তে হস্ত রেখে ।
নব এক অনুভূতির চিত্ত চাঞ্চল্য সৃষ্টি হয় আমার !
যা ভিতর থেকেই বেরিয়ে আসে ।
ও আয়না যবে আমাতে আসে তব ডাক ,
ভুলে যাই শত ক্লান্তি কে বলি দূরে থাক ;
তুই আমাকে খুব কাছে ডেকে বলিস ,
এই দেখতো কি হয়েছে আমার !
প্রণালী ভিত হয়ে তব নিকট এগিয়ে যাওয়া ।
বিশিষ্টতাহীন অপ্রকৃতিস্থ ভরা তব মুখটি দেখে ,
অজস্র কষ্ট হয় আমার ।
তথাপিও উৎফুল্লতা এ হৃদয়ে ,
যেহেতু তুমি আমার পাশে ।
শুধু এই ভেবে পিঁড়া হয় যে -
তুমি আমাকে বলতে পারো ঔষধ নিয়ে এসো ;
অথচ তুমি অসুস্থতায় ভোগে ও আমাকে
দাওয়াই আনতে বলিস না।
ও আয়না যবে আমাতে আসে তব ডাক ,
ভুলে যাই শত ক্লান্তি কে বলি দূরে থাক ;
তার পড়েও দুঃখ হয় এই ভেবে যে ,
কোনোদিন ও তোমাকে বুঝতে দাওনা ।
অথচ আমি বারং বার তোমায় বুঝার চেষ্টা করেও বের্থ হই !
ও আয়না তুমি কে ?
তুমি এমন কে আমার ?
ও আয়না যবে আমাতে আসে তব ডাক ,
ভুলে যাই শত ক্লান্তি কে বলি দূরে থাক ;