আমি
আল-অঅমিন রানা
*========*


আমি চঞ্চল , আমি নই দুষ্ট -
আমাতে আমি দূর্বার ।
আমি হর্নি , নই আওয়ারা -
কারো প্রেমে কখনো পাগল মাতাল ;
কি ভা তালে চলি আমি -
মন্দ ভালো বুঝিনা হাল ।
আমি কারো তালে নাচি নাকো ,
সকলের তরে আমি দিশেহারা -
আমি নিত্য পাগল ছুটি একলা ,
আঁখি মোর যায় যেথা ।
আমি চঞ্চল , আমি নই দুষ্ট -
আমাতে আমি দূর্বার ।
বাদিবো আমি ঘর , মম ভুবন জুড়ে
খুঁজিব আমি মোরে নিজের ই মাঝে !