পাপে তে মগ্ন আমার মন
আল-আমিন রানা
*========*


মনস্তাত্ত্বিক ধ্যান করিয়া প্রশ্ন রাখি আমাতে ,
পাপে তে মগ্ন আমার মন
কত শত অশুভ শক্তি নিহত আমাতে !
মনস্তাত্ত্বিক ধ্যানের পর ধ্যান রত মন
বারং বার সংহত করে আমায় !
মম যৌবন আজ প্রেম কামনায় উত্তপ্ত
ক্ষতিকর খাদ্যের ভোগে ,
সে শুধু ভোগের সুখী হতে চায় ।
এই যদি হয় মম পরিনিতি
তবে তুমিও প্রশ্ন রাখো তোমাতে !
দেখা দাও তব আপন স্বরূপে ।
মনে রেখো বাহিরে তুমি ঐশ্বর‌্যময়ী -
অথচ ভিতরে তুমি একান্ত নিঃস্ব ।
তুমি এও মনে রেখো যে প্রাণত্যাগ সকল
মানুষকে গ্রাস করে ,
সে মৃত্যু একদিন মৃত্যু কেও গ্রাস করবে ।
তখন তুমি চির অমর হয়ে থাকবে -
যবে সে মৃত্যুর  প্রাণত্যাগ হবে তথা তব মৃত্যু  হয় স্বর্গীয় ।