নিশাচার
আল-আমিন রানা
*========*


নিশাচার আমি ,
রাতের আধারে উজ্জ্বল হয়ে জ্বলে উঠি ;
দিবসে সুতিকাগৃহ নিদ্রায় থাকি মত্ত ।
নিশাচার আমি আজ নিশি জেগে হয়েছি রোগী -
নিশাচার আমি আজ ক্ষুদার্থ , তৃষ্ণায় হয়েছি ভোগী ।
দিবা আলো হয়েছে বিলীন আমি হতে !
সুখ আজও ঠিকানা বিহীন ,
নিশাচার আমি ,
রাতের আধারে উজ্জ্বল হয়ে জ্বলে উঠি ;
আধার নামিলে রাত হয় শান্ত ,
নিশাচার আমি নিশি জেগে হয়েছি ক্লান্ত ।