ও প্রিয়া তুমি আমার মুগ্ধতা
আল-আমিন রানা
*========*


ও প্রিয়া তুমি হলে আমার মুগ্ধতা ,
তোমার ভেজা চুলে আমি খুঁজি স্নিগ্ধতা ;
প্রিয়া তোমার কালো কেশের মেঘের মতো ঢেউ !
মম হৃদয়ে মাঝে এক ভাবনাকে জাগালে ,
ও প্রিয়া তুমি আমাকে চেনালে , আমাতে স্পর্শ দিলে ,
ভেজা মাটির গোপন যতনে ;
সামনে যেদিন এসে দাঁড়ালে খোঁপা খুলে ,
সেদিন জেনেছিলাম তোমার রূপের অন্য এক মানে ।
ও প্রিয়া তোমার লাজুক চোখে খুঁজি সৃষ্টির অব্যক্ত রূপ ;
তোমার ফিসফিস কথাগুলোর অর্থ খুঁজি ,
নীরব রাতে খুঁজি বুকে ভালবাসার ধূপ !
ডুব দিয়েছি আমি আধার বেলায় ,
খোলা চুলের বিতস্থায় ম্লান হয়েছে ,
রজনী-গোলাপ সিক্ত তুমি কেশীর সুবাসে ৷