এই হৃদয়ে শুধু তুমি
আল-আমিন রানা
*========*


মঞ্চ হতে ভেসে আসা সুরেলা কন্ঠসুরে ,
হৃদয় আমার স্নাত হয় নীল বেদনার জলে
হায় ! আজ রাত মঞ্চে আছ মেতে
রং-তামাশার মাঝে ।
তবুও আছ আমার হৃদয় জুড়ে ,
নকশী কাথাঁর প্রতিটি সুঁচের ফোরে
আমি পথে নামি তোমার খোঁজে
ঘরে ফিরে আসি শূন্য হাতে ।
কখনো নগর বাউল হয়ে ,
আবার কখনোবা বিরহের বেসে ।
তোমাকে ভেবে যখন কাটাই প্রহর !
আকাশে ভেসে উঠে তারার বহর !
পৃথিবী ঢলে পরে ঘুমের ঘরে ,
আমি তখন পরে অছি
তোমার ছবির ক্রোড়ে ।


মিসে আছ তুমি প্রতিটি শিরা-ধমনীতে ,
যদি তুমি দাও আমার হৃদয়ে হাত
তোমার ললাটে স্পর্শে- শ্রাবণের রিমঝিম বৃষ্টিতে
যদি আমার দুচোখ-ডুবে থাকে তোমার হৃদয়ের তৃষ্ণায় ।


তবে প্রিয়া চোঁখে চোঁখ কেন রাখ না ?
তবু অপেক্ষা করব আমি
জীবনের প্রতিটি ফাল্গুন ।
শুধু তোমার জন্য- তুমি ফিরে আস প্রিয়া !
কোন এক মায়াবী ফাল্গুনে
আমার হৃদয়ের গৃহকোনে- এই আমার কামনা