পতিতা ২
আল-আমিন রানা
*========*


কিসের লোভে আজ গণিকা !
নিজেকে নব রূপে সাজিয়ে তুমি ?
সাজিয়েছো তব ঘর !
শুনেছি এ ধরায় যাহা রহিয়াছে কল্যাণ  কর ,
তাহার অর্ধেক করিয়াছে নারী অর্ধেক করেছে নর ।
ওহে নারী তুমি ত লক্ষী প্রতিমা ,
কেনো তুমি আজ বেশ্যালয়ে ?
তোমার ব্যবসা ঘৃণ্যতর,
কারো তরে দেবী তুমি , কারো তরে নষ্টা ,
লোক আড়ালে যাই করো তুমি ,
ব্রত ভ্রম টাকার নেশায় মত্ত তব ,
তব টানে নিষিদ্ধ পল্লিতে যুবকের সমাবেশ ।
কিসের লোভে আজ তুমি গণিকা ?
তোমার ব্যাবসা/কর্ম ঘৃণ্যতর,