পতিতা
আল-আমিন রানা
*========*


ভ্রমক্রমে গণিকা আজ বেশ্যা লয়ে !
এ ধরায় কে হবে দায়ী ?
গণিকা আজ বেশ্যা লয়ে আশার তরে !
সমাজের উঁচু নিচু কত শত লোকে ই ত তৃষ্ণা শুকাও ,
যৌন কামনা জাগে যখন ;
তখন তুমি নষ্ট গলি র রাজা ।
দিনের আলোতে সাধু আমি ,
নির্দোষ বোকা ছেলেটিকে খাটতে হয় সাজা ।
এ ধরায় কে হবে দায়ী ?
গণিকা আজ বেশ্যা লয়ে আশার তরে !
তৃপ্তি নিচ্ছ তুমি , আনন্দ ও তুমি লও ,
তাহলে এ ধরাতে গণিকা র হচ্ছে কেনো ক্ষয় ?


টাকার কাছে হার মেনেছে ,
কিসের তরে নিজেকে বিলিয়ে দিয়েছে ,
কেনো সূর্যকিরণ চকিতে নিভায়ে সাজিয়াছে নিশাচর ?
আমি বুজি সে মা , আমি বুজি সে মম বোন ,
আমি বুজি সে আমার মেয়ে , সে নারী ;
যে নারীর গর্ভে আমার ।
আনন্দের তৃষ্ণা ত আপন ঘরে শুকাতে পারি ।
তাহলে অপরাধী কেনো একাই শুধু নারী ?