তুমি আছো বলে
আল-আমিন রানা
*========*


*************কবিতাটি আগেও একবার প্রকাশ করা হয়েছে , আজ কবিতাতে কিছু কথা নতুন করে তুলে দিলাম কবিতার পাতাতে ।


তুমি আছো বলে এখনো ,
এ হৃদয়ে অমাবস্যার রাতের অন্ধকারে পূর্ণিমার চাঁদ উঠে ।
তুমি আছো বলে এখনো ,
এ হৃদয়ে পাতা ঝরা গাছে ফুল ফুটে -
তুমি আছো বলে এখনো ,
এ হৃদয়ে চৈত্রের দুপুরে কোকিলের মিষ্টি গলার ডাক শুনা যায় ।
তুমি আছো বলে এখনো ,
এ হৃদয়ে নদীতে ভাটার মাঝে জোয়ার আসে ।
তুমি আছো বলে এখনো ,
এ হৃদয়ে কালবৈশাখী ঝড়ের মাঝেও সূর্যের আলো উঁকি দেয় ।
তুমি আছো বলে এখনো ,
এ হৃদয়ে শ্রাবণে মেঘের আড়ালে জ্বল জ্বল করে আলো জ্বলতে থাকে ।
তুমি আছো বলে এখনো ,
এ হৃদয়ে দুঃখ সাগরের মাঝে ভেলা ধরে বেচে থাকার ইচ্ছে জাগে ।
তুমি আছো বলে এখনো ,
এ হৃদয়ে বৃষ্টি ভেজা মনে একটু রোদ পাবার ইচ্ছে জাগে ।
তুমি আছো বলে এখনো ,
এ হৃদয়ের বাদ্য যন্ত্রে সুর তোলার ইচ্ছে জাগে ।
তুমি আছো বলে এখনো ,
এ হৃদয়ে শরৎ কালে কাশফুলের ছোঁয়া পাবার ইচ্ছে জাগে ।
শুধু তুমি আছো বলে ।