ঘুম
আল-আমিন রানা
*========*


দিন শেষে আধারে ডেকে যায় পৃথিবী -
নিঃশব্দ নিস্তব্ধ হয়ে যায় চার পাশ ।
তবে ঘুম নেই আঁখি জুড়ে আমি রাত জেগে ।
আঁখি মুদে শুই আমি ক্লান্তি ভুলবো বলে ।
তবে ঘুম নেই আঁখি জুড়ে আমি রাত জেগে ।
সন্দে নেমে আশে , রাত শুরু হয় ;
নিদ্রা নেই মম আঁখি জুড়ে -
নিদ্রা আমায় ছেড়ে গেছে আপন ঠিকানায় ।
ঘুম পরী কে বার্তা পাঠাই আই তে তারা তাড়ি ,
কেনো যে সে আশে না , এবার আসলে নিতে হবে আড়ি !
মনে হয় প্রেমে পড়েছি তাই ঘুমাতে পারি না ,
পরন্তু বাস্তবতা স্বপ্নের চেয়ে সুন্দর হয়ে উঠেছে আমাতে ,
ও পরী ও আমার ঘুম পরী ,
আমার ঘুম কেড়ে নিয়ে করছো বারাবারি -
ঘুমের দুঃখে দগ্ধ হই মনের যাত নায়,
দোহাই প্রভু নিদ্রা দাও, করো করুণা।