ভালো লাগার কিছু
আল-আমিন রানা
*========*


অস্তিত্বহীন কোন কিছু ভাবতে ,
আমার ভীষণ ভালো লাগে ।
ভালো লাগে অন্ধকারে জানালার গ্রিল ধরে
আকাশের তারা গুনতে ।
আমার ভালো লাগে নদীর ধারে চাঁদনী রাতে ,
কোন বন্ধুর সাথে গল্প করতে !
ভালো লাগে চলন্ত গাড়িতে বসে ,
রাস্তার দু পাশের
নদীর জলের ঢেউ দেখতে ।
ভালো লাগে একা একা কোন ,
নীরব স্থানে বসে থাকতে ।


ভালো লাগে নি ওমের বহি ভূত
কোন বিষয় কে কল্পনা করতে ।
ভালো লাগে মধ্য রাতে
সব ওমনি কা নুনের উর্দির কিছু করতে ।
এর চেয়েও বেশি ভালো লাগে তোমার কথা ভাবতে