নিজেকে শুদ্রাতে চাই
আল-আমিন রানা
*========*


আমি মোঃ: আল-আমিন রানা ,
প্রতিনিয়ত মম চেষ্টা সৎ পথে চলে -
ভালোভাবে জীবন যাপন করার ।
পরন্তু শয়তানের ধো কায় পড়ে বদলে যাই -
আমি তথা সকলেই ।
শুরু হয় আমার শয়তানি ,
পরন্তু যখন আল্লাহর রহমতে বুঝতে পাড়ি ,
তখন নিজেকে শুদ্রে নিয়ে ভালো হয়ে যাওয়ার চেষ্টা আমার ।
কিন্তু আমার পরিপূর্ণ ভালো হওয়া হয়ে উঠে না ।


এই পৃথিবীর তরে আবাল এক জাতির বসবাস ;
সেই আবাল ও অবলা হচ্ছে নারী জাত !
শুধু নারীকে গিরে ই,,, হুম শুধু এই নারীকে গিরে ই-
এ অবলা নারীর কারণে আমাকে ,
মিথ্যাকে প্রশ্রয় দিতে হয়েছে বারং বার ।
বারং বার নিজেকে শুদ্রে নিয়ে ও শুদ্রানো হয়নি,
শুধু এই আবাল জাতির জন্য ।


কবি নজরুল বলে ,
বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
আমি আল-আমিন রানা বলি ,
এই পৃথিবীর তরে যেথায় রয়েছে সুখ ,
এ অবলা নারীই দায়ী হেথায় আসে যদি দুঃখ ।


এই বোকা নারী জাতি কে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন -
ও মেয়ে তুমি নারী , তুমি দেবী লোভী তব মন ,
তুমি এক পেয়ে তুষ্ট নও, তুমি চাও বহু জন ।
এই কথার সুর দরে আমি বলি
ও নারী তুমি ত হবে ত্যাগী, তুমি কেনো সর্প রানী ?
ও নারী তুমি ত হবে মায়াবিনী , তুমি কেনো ছলনাময়ী ?
ও নারী তব সাথে হবে সন্ধি ,
তাহলে তুমি কেনো খোঁজ ফন্দি ?