আত্মার কান্না (সনেট)
আল-আমিন রানা
*========*


ভুলে ভুলে যদি তুই যাবি দূরে সরে,
মিথ্যা অপবাদের দোষ পাবিনা খুঁজে!
অহংকার দিয়ে যন্ত্রণা নিলি কিনে।
আমি ছাড়া কেমনে, তোর কাটে রে রাত?
হারিয়েছি আমি জীবনের স্বপ্ন স্বাদ!
বলেছিলাম যারে খুঁজি তারে পেলেই-
শান্ত হয়ে যাবো, আমায় বাধা দিশনা তুই।
বুক ভরা দুঃখ নিয়ে শয্যা সাজাই!


বাঁচার ইচ্ছে যাকে নিয়ে দুঃখ তাড়াই,
যার আলিঙ্গনে ; শ্বাস নিতি সংশয়ে-
তার প্রাণ হচ্ছে নষ্ট বিষাক্ত ছোবলে।
সম্পূর্ণ দাবী সবার নেহাত আমাকে!
আমার আত্মার আর হবে না উদ্ভব।
আক্ষেপ পুষা তাই নিরব কোলাহলে।