ধারণা টা ছিলো নিতান্তই ভুল
আল-আমিন রানা
*=========*


সেদিন আসবে বলেছিলে ওগো ,
কেয়া তুমি কেনো আসলে না মোর দুয়ারে ?
আমিতো ছিলাম আমাতেই ,
তব ভাস্কর্যে নিমগ্ন -
শুধু তোমারই অপেক্ষায় ।


সেদিন তুমি গিয়েছো মম আঙ্গিনা দিয়ে ,
হাতে মেহেদি আর নাকে পড়ে ফুল ।
তোমায় অনেক ভালোবাসি কথাটা -
তোমাকে না বলে করেছি অনেক ভুল ।
ভেবেছিলাম হয়তো আঁখি দেখে তুমি বুঝবে মম ভাবনাকে ;
ভেবেছিলাম হয়তো মনে মনে ,
তুমি আমায় ভালোবাসো !


পরন্তু মম ধারণা টা ছিলো নিতান্তই ভুল ।
তদনন্তর অতি দুঃখ পেয়েও
তব সামনে শুধুই হেসেছি আমি।
বুঝতে দিইনি তোমায় ,
বুকের ভিতর কত কষ্ট লুকানো ছিলো ।
কেনো না আমি যে তোমায় ভালোবাসি ।
পরন্তু যে মম ভালোবাসাই না বুঝে ,
সে কি করে মম হৃদয়ে লুকানো কষ্ট বুঝবে !
সেদিন আসবে বলেছিলে ওগো ,