সমাজের বাস্তবতা
আল-আমিন রানা
*========*


এই ভুবন মাঝে দিন দিন বাড়ছে মানুষ ,
   পৃথিবীতে অনবরত বাড়ছে দল ও মত ,
      বাড়েনি এমন মানুষ যে জন হয় মহৎ ।
        স্কুল কলেজ আর ইউনিভার্সিটি নিত্য দিনই বাড়ছে !
          সাথে শিক্ষিতের হার চলছে বেড়ে
            অবিরাম অবিরত ,
              কিন্তু এমন পাবে ক'জন যারা সু-শিক্ষিত ।
                আইন-কানুন বাড়ছে ঠিকই-নেইকো তাতে বাধ ,
কিন্তু কমেনি তাতে একটু অপরাধ ।
কেমন করে কমবে বলো , থাকে যদি আইনের লোকের হাত !
  নিত্য ই দেখো চলছে বেড়ে দেশ-সমাজে দেহের সুন্দরী ,
   যারা এই বাংলায়
     তামিমা , ডা: সাবরিনা সানাই নামেই নিয়েছে পরিচিতি ;
      আক্ষেপ ! তথা বাড়েনি কিন্তু আমার দেশে চরিত্র সুন্দরী ।
       যদিও বাড়ছে খাদ্য-দ্রব্য , তার ক্রয়-মূল্যে আগুন ,
        দুঃখ আমার এই কারনে বেড়েছে দাম তার
         তথা বাড়েনি তার মান-সম্পন্ন গুণ ।
          শিক্ষক সংখ্যা বাড়িতেছে দিন দিন
           তবুও এদের নেই কোনো প্রতিরোধ ,
             বাড়েনি এদের স্বচ্ছ নীতিবোধ ।
              নেতার সংখ্যা বাড়ছে শুধুই যায়না হাতে গুণা ,
এ সমাজে নীতি বান আজ নেতা পাবে কয়'জনা ।
লেখা: ২৩-৩-২০১৬