সমাজের বাস্তবতা
আল-আমিন রানা
*========*


এই ধরায় আমি অতি সামান্য এক মানব ,
পৃথিবীর তরে যারা উচ্চবিলাসী-
এই সমাজের ভিড়ে তাদের মুখে মুখোশ ।
এই ধরায় কত শত লোক আছে
যারা তাদের তৃষ্ণা শুকায়
যুবতির অভিরাম ব্রীড়ায় ।
আমার কথা সেতো , প্রকাশ মেলে রহিত বোবা কান্নায় !


নিষ্ঠুর এই বসুন্ধারায় চতুর দিক-
আজ মানব রূপে হিংস্র-জানোয়ার দ্বারা ঘেরা ।
এই ধরায় আমি অতি সামান্য এক মানব ,
অথচ এই সমাজে প্রতিনিয়ত যা ঘটে
তা আমার ভাবতে কষ্ট হয় ।
আমি চারদিকে তাকিয়ে থাকি ,
আমি এ প্রান্তে ও প্রান্তে ঘুরে বেড়াই !
কখনো কখনো দেখি অপ্রীতিকর কিছু ঘটনা !
যা আমাকে ভাবায় ।