সৃষ্টিকর্তা একজন ই
আল-আমিন রানা
*========*


সৃষ্টিকর্তা এক জনই তিনি ,
যে নামেই তুমি তারে ডাকো ;
প্রভু তিনি , আল্লাহ তিনি , তিনিই মহান সত্তা ।
সৃষ্টিকর্তা একজন ই তিনি ,
তারে কেউ ডাকে ঈশ্বর , কেউ বলে ভগবান !
খোদা তো একজন ই তিনি ,
প্রভু মহান আল্লাহ ।
জাতি ও জাতের ভেদাভেদ ,
তাইতো নামের মাঝে এ তফাত !
মুসলিম বলে পানি হিন্দু বলে জল ।
মালিক-রে না চিনে সে হচ্ছে গর্দভ ,
তার মতন পাগল হয় কয় জনা ।
নাস্তিক যারা মুর্খ তারা - নেই যে তাদের সঠিক জ্ঞান !
থাকতো যদি জ্ঞান তাদের ,
করতো খোদা/আল্লার অন্বেষণ ।
করতো তখন এক মালিকের ধ্যান
মুসলিম কিংবা হিন্দু তুমি বৌদ্ধ-খৃষ্টান যাই বলো ,
মালিক তো একজন ই তিনি ,
সৃষ্টিকর্তা একজন ই তিনি ,
যার সৃষ্টি সুন্দর এই বসুন্ধরা ।
আমরা সবাই সৃষ্টি তার , তিনিই হলেন এক মাত্র স্রষ্টা ।
তুমি যে ধর্মের ,  যে বর্ণের , যে জাতির-ই হও না কেনো !
তোমার মানতে কোথায় বাধা ?
ভেবে দেখো মানব তুমি সুন্দর ভাবনায় দাও ডুব !
মালিকেরে খুঁজে নাও , যদি চিনতে চাও
আঁখি খুলে তাকাও তুমি কোরআনে ।
সূরা ইখলাছের মানেটারে ভালো করে নাও বুঝে ।
মালিক তো একজন ই তিনি আল্লাহ !
সৃষ্টিকর্তা একজন ই তিনি ,