ভাবনা
আল-আমিন রানা
*========*


যখনই আমি, ভাবি আর কিছু লেখবোনা ,
ঠিক সেই মুহূর্ত হতে আমার ভিতর ঘরে -
আরও অনেক বেশি লেখা কাজ করে !
এ ধরায় আমিতো অতি সামান্য এক মানব ,
এতো কিছু প্রকাশ পেলেই বা কি লাভ ?


আমার চিন্তা আর চেতনায় শুধু মানুষের ,
কল্যাণের ভাবনা ।
অথচ আমি এই ধরণীতে না পারলাম কিছু করতে ,
না পারলাম কিছু হতে ।
আমি বরাবরই শিক্ষিত লোকদের ঘৃণা করি ।
এ বসুন্ধরা হতে আমি কত টুকু জ্ঞান সঞ্চয় করেছি -
এ বিষয়ে আমি অঙ্গ ।
তথা সুশিক্ষিত লোকের প্রতি আমার
সম্মান ও শ্রদ্ধার কমতি নেই ।
যখনই আমি, ভাবি আর কিছু লেখবোনা ,
ঠিক সেই মুহূর্ত হতে আমার অনেক লিখতে ইচ্ছে হয় ।
লিখতে ইচ্ছে হয় অনেক কিছু এই বর্তমান সমাজ কে নিয়ে ।
এ ধরায় আমিতো অতি সামান্য এক মানব ,
এতো কিছু প্রকাশ পেলেই বা কি লাভ ?
পৃথিবীর তরে যত জীবের প্রকাশ/বসবাস
তাদের মাঝে মানব জাতি সকলের সেরা -
অথচ এই ধরায় কতই না মানুষ সেরা হয়েও ,
সরে আছে তার জ্ঞন থেকে অঙ্গ তায় ।