কে সাধু কে অসাধু
আল-আমিন রানা
=========


হে পৃথিবী তোমার তরে ,
সতত সর্বলোকে সাধু হতে চায় !
অথচ আমি আজ সাধু হয়েও
সকলের তরে অসাধু হয়ে আমার এই জীবন ।


ও পৃথিবী তোমার মাঝেই ত
আমার বিচোরোন ,
আমিত নাদান ”


বাংলার - আনাচে কানাচে সর্বত্ব বিচোরোন কড়িয়া
ঘুরিয়া ঘুরিয়া ।-
দেখিয়াছি আমি বাংলার এই ভুবনটাকে/ভুবন টা
হে পৃথিবী তোমার তরে ,
সতত সর্বলোকে সাধু হতে চায় !
অথচ আমি আজ সাধু হয়েও
সকলের তরে অসাধু হয়ে আমার এই জীবন ।