জীবন টা এমন কেনো
আল-আমিন রানা
*========*


স্পষ্টত অতিতেই জীবন টা ভালো ছিলো আমার ,
বড় হয়ে উৎকণ্ঠা এ ধরায় কেনো উপস্থিতি আমার ;
নিজ সত্তাকে একটার পর একটা প্রশ্ন ছুঁড়ে ও উত্তর মিলে না আমার !
অল্পকালস্থায়ী আপন সত্তাকে প্রশ্ন করলে ,
হুম এই বার পেয়েছি উত্তর আমার ।
আমিতো এই ধরণীতে সামান্য ক্ষণিকের পাহারাদার ।
অথচ সামান্য এ মাটির দেহতে কতই না মিথ্যে অহংকার আমার ।
স্পষ্টত অতিতেই জীবন টা ভালো ছিলো আমার ,
যখন ছিলো শিশু বয়স আমার ,
পরন্তু বুঝতে শিখিনি জীবনের কি মানে !
জীবন টা এমন কেনো ?