নারী ১১
আল-আমিন রানা
*========*


নারী তোমাতে রয়েছে যত মায় ,
তুমি তার চেয়ে বহু গুনে সর্বনাশী !
প্রেমের মিথ্যে জালে তুমি ছলনার নিখুঁত জাল বুনেছ ,
আমায় গিরে ছিলো তোমার মিথ্যে প্রেম ।
নানান রঙের মিথ্যে স্বপ্নে তুমি ভাসিয়ে ছিলে আমায় !
তবে কেনো আজ শুধু পরিবারের কথা রাখতে -
সুখের তরী ভাসালে অন্যথায় ?
বাবা-মায়ের ভয়ে যদি তুমি হয়ে যাবে চুপ ,
মিথ্যে প্রেমের নাটক করে কেনো আমার প্রেমে দিয়েছিলে ডুব ?