নারী-৬
আল-আমিন রানা
*========*


নারী তোমায় ভালোবেসে আমি করিয়াছি ভুল
আমার দুই আঁখি জুড়ে তুমি-
ফুটিয়েছিলে মিথ্যে প্রেমের ফুল ,
আমাকে ঘিরে তুমি এঁকেছিলে ,
হ্যাঁ আমাকে ঘিরেই তুমি বুনেছিলে জাল ;
তোমার মিথ্যে প্রেমে আমি হয়েছিনু মাতাল !
উতলা করে আমায় ,
আজ তুমি কেনো দূরে ?
তুমি হীনা হৃদয় আমার মরুভূমি !
তুমি চলে গেছো তাতে আমার কি ?
তবে আমি বলতে চাই তোমায় !
তুমি যদি আমারই না হবে ,
কেনো মিথ্যে প্রেমের অভিনয়ে
তুমি ছলনার জাল বুনে ছিলে আমাতে ?